নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক ট্রিপল মার্ডার মামলার আসামি বাদল মিয়া (৫৫)-কে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৭টায় দিকে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল তাকে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে গ্রেপ্তার করে।
বাদল মিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি নরসিংদী জেলার শিবপুর থানার ট্রিপল মার্ডার মামলার আসামি হিসেবে নরসিংদী জেলা কারাগার বন্দী ছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামন টিটু এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার বাদল মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার ট্রিপল মার্ডার মামলার আসামি হিসেবে নরসিংদী জেলা কারাগার বন্দী ছিলেন। গত শনিবার নরসিংদী জেলা কারাগারে আগুন দেয়া হলে বাদল মিয়া অন্য আসামিদের ন্যায় পালিয়ে বাড়িতে চলে আসেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নরসিংদীতে পাঠানো হয়েছে।









