সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
আজ (৫ মে) সোমবার দুদক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার সুমনের ব্যাংক হিসাব সংশ্লিষ্ট লেনদেন পর্যালোচনার জন্য তার ব্যক্তিগত ও পেশাগত নামে থাকা একাধিক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ওইসব হিসাবের গত কয়েক বছরের লেনদেন, স্থিতি, এবং উৎস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিএফআইইউ-এর মাধ্যমে সংগ্রহ করা হবে।
দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা মিললে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় গেল ১৯ জুলাই রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হন যুবদল নেতা হৃদয় মিয়া। পরে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে ৩ নম্বর আসামি করে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে আছেন।









