দুর্নীতি দমন কমিশন (দুদক) জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
রোববার ২৭ জুলাই দুপুরে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গত ২৩ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জনতা ব্যাংক থেকে এনটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকার বেশি ঋণ আত্মসাতের অভিযোগে ড. বারাকাত, সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
এর আগে গত ১০ জুলাই ডিবি পুলিশ ধানমণ্ডির বাসা থেকে ড. বারকাতকে গ্রেপ্তার করে দুদকের কাছে সোপর্দ করে। আদালতে রিমান্ড আবেদনকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, গত ১৫ বছর ধরে ব্যাংক খাত ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন ড. বারাকাত।









