অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বাবা অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। একইদিন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালার ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়ে বিভিন্ন দফতরে তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া শেয়ারবাজার কেলেঙ্কারির মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৬ নভেম্বর মাগুরা-১ আসনের সাবেক এমপি, ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করে চিঠি দিয়েছে দুদক।









