২০১৮ সালে রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ধানমণ্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের সাবেক দুই কমিশনারসহ ১২ সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
বুধবার (৯ জুলাই) দুপুরে দুদকের মহাপরিচালক ড. মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।
দুদকের অভিযুক্ত সাবেক দুই কমিশনার হচ্ছেন, মোজাম্মেল হক ও জহুরুল হক। এছাড়া সাবেক সচিবদের মধ্যে রয়েছেন- ইউনুসুর রহমান, এম এ কাদের সরকার, আসলাম আলম, আকতারী মমতাজ, সিরাজুল হক খানসহ অন্যরা।
এই বিষয়ে দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দুদকের মহাপরিচালক আরো জানান, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে বিরুদ্ধে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।









