ইউক্রেন যুদ্ধে ২.৩ বিলিয়ন ডলার সহায়তা করতে চেয়েছিলেন ইংলিশ ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক রোমান আব্রামোভিচ। ক্লাব বিক্রির আগে এমনটা বলেছিলেন রাশিয়ার এ নাগরিক। তবে প্রতিজ্ঞার সেই অর্থ সম্ভবত আর কখনই দিবেন না তিনি। খবর ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলের।
মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা টড বোহেলির কাছে ক্লাব বিক্রির সময় যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করা হয়েছিল। সেই অর্থ দান করার প্রতিজ্ঞাও নাকি করেছিলেন আব্রামোভিচ। ইংল্যান্ডের লেবার পার্টির এমপি ক্রিস ব্রায়ান্টের দাবি, সেই অর্থ এখনও পরিশোধ করেননি রাশিয়ান ব্যবসায়ী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার নাগরিকদের উপর আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদেশ। সেই তালিকায় পড়ে আব্রামোভিচের অর্থ আটকা রয়েছে। চেলসি বিক্রির পর বোহেলি এবং ক্লিয়ারলেক ক্যাপিটালের কাছ থেকে ৩.৫ বিলিয়ন ইউরো পেয়েছেন তিনি। এখনও আটকে আছে ২.৩ বিলিয়ন।
ডেইলি মেইল বলছে, আটকে থাকা সেই অর্থ একটি ব্যাংক অ্যাকাউন্টে আছে। আব্রামোভিচ স্বাক্ষর করার পর তা ছাড় দেয়া হবে। সেটা হওয়ার কথা ছিল গত গ্রীষ্ম মৌসুমে বা জানুয়ারিতে।
ইউক্রেনের আসন্ন শীতের প্রস্তুতির জন্য এ অর্থ দেয়ার কথা থাকলেও আব্রামোভিচ তা রাশিয়া-ইউক্রেন উভয় দেশের মধ্যে ভাগ করতে চান। অবশ্য তার এমন ইচ্ছার সমর্থন করছে না ব্রিটিশ সরকার।








