একটা সময় বি-টাউনের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। স্ত্রীর সবচেয়ে বড় চিয়ারলিডার ছিলেন অভিষেক। একই সঙ্গে সবক্ষেত্রে স্বামীকে সাপোর্ট করতে দেখা যেত রাই সুন্দরীকে।
অথচ গত কয়েক বছরে দুজনের সম্পর্কের সেই সমীকরণ খানিক বদলেছে। অন্যদিকে তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন বারে বারে মাথাচাড়া দিয়েছে।
অভিষেক সম্প্রতি জানিয়েছেন, তাদের টিনএজার কন্যা আরাধ্য বাবা-মা’কে ঘিরে থাকা এইসব ভিত্তিহীন গসিপ সম্পর্কে কিছুই জানে না। অভিষেকের কথায়, ‘‘আরাধ্য খুব পরিণত মেয়ে। এছাড় ওর নিজস্ব কোন ফোন নেই। এসব জিনিস নিয়ে ও ভাবেও না। তবে আরাধ্যর ইন্টারনেট সুবিধা রয়েছে। ও স্কুল খুব ভালবাসে। হোমওয়ার্ক করে। আমার মনে হয় না আমাদের নাম গুগলে খুঁজে পর্যন্ত দেখে। ওর মা ওকে সেই শিক্ষাই দিয়েছে। চারপাশে যা শুনছে তাতে কান না দেওয়ার শিক্ষাই দিয়েছে। আমরা পরিবার হিসেবে সৎ একে অপরের প্রতি।’’
ঐশ্বরিয়ার সাথে বিবাহবিচ্ছেদের গুজবকে ‘আবর্জনা, জঘন্য এবং ভুল’ বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। কীভাবে লোকেরা প্রায়শই তাদের সম্পর্ক নিয়ে গল্প বানাচ্ছে সে সম্পর্কে মন্তব্য করেছেন।
ঐশ্বরিয়া এবং অভিষেক ‘উমরাও জান’ (২০০৬) এবং ‘গুরু’ (২০০৭) ছবিতে একসঙ্গে কাজ করার সময় প্রেমে পড়েছিলেন। এপ্রিল ২০০৭ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন দুজনে এবং বিয়ের চার বছর পর ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হন দুজনে।









