দুবাইয়ে মেয়ের নামে বিলাসবহুল ভিলা কিনেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। যার দাম শুনলে যে কারও চোখ উঠবে কপালে!
বছরের বেশিরভাগ সময় কাজ, মেয়ের পড়াশোনার জন্য অভিষেক ও ঐশ্বরিয়া থাকেন মুম্বাইয়ের জুহুতে। তবে একটু একান্তে বিশ্রামের প্রয়োজন পড়লেই ছুটে চলে যান দুবাইয়ের সেই বিলাসবহুল ভিলাতে।
রিপোর্ট অনুসারে, ২০১৫ সালে তারা ভিলাটি কিনেছিলেন এবং এটি জুমেইরাহ গল্ফ এস্টেটের বিখ্যাত স্যাঞ্চুয়ারি ফলস এলাকায় অবস্থিত। এই একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খান, শিল্পা শেঠি, অনন্ত আম্বানিরও।
অভিষেক ও ঐশ্বরিয়া ভিলায় রয়েছে বিশাল বাগান, ব্যক্তিগত সুইমিং পুল এবং গল্ফ খেলার মাঠ। ভিলার অন্দরে সুবিশাল আধুনিক রান্নাঘর ও হোম থিয়েটারও।
জানা যায়, এই সম্পত্তির জন্য ১৬ কোটি খরচ করেছিলেন বচ্চন দম্পতি। তাদের কাছে এটি শুধুই ছুটি কাটানোর জায়গা নয়, বরং আরাধ্যার ভবিষ্যতের কথা মাথায় রেখে করা একটি বিনিয়োগও।
বলিউড তারকাদের মধ্যে বেশিরভাগই রিয়েল এস্টেটে টাকা খাটান। যার মধ্যে নাম আছে অভিষেক ও ঐশ্বরিয়াও। দুজনের নামেই মুম্বাইতে বেশ কিছু বিলাসবহুল সম্পত্তি রয়েছে।
বান্দ্রা কুরলা কমপ্লেক্সের সিগনেচার আইল্যান্ডে আছে একটি 5BHK অ্যাপার্টমেন্ট, যার মূল্য প্রায় ২১ কোটি টাকা। ওয়ারলিতে স্কাইলার্ক টাওয়ার্সের ৩৭ নম্বর ফ্লোরেও তাদের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে।









