বিগত কয়েক দশকের বিচারে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। কলকাতার প্রয়াত চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত সিনেমাটি ১৯৯৮ সালে প্রথমে চ্যানেল আইতে প্রিমিয়ার হয়। তারপর দর্শকের আগ্রহে এটি মুক্তি দেওয়া হয় প্রেক্ষাগৃহেও। মুক্তির পর সেটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
ছবির গল্প, সংলাপ, শিল্পীদের অভিনয় দারুণ মুগ্ধতা ছড়িয়েছিল। গানগুলো পৌঁছে গিয়েছিল দুই বাংলার পথে প্রান্তরে। বিশেষ করে তরুণদের কাছে খুবই সাড়া ফেলেছিল সিনেমাটি।
প্রথম ছবি দিয়েই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন নায়ক ফেরদৌস। পেয়েছিলেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আজও এই ছবি মানেই নব্বই দশকের এক সমুদ্র নস্টালজিয়া, রোমান্টিকতার প্রতীক। ফেরদৌসের পাশাপাশি সিনেমাটির অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীও কলকাতার গণ্ডি পেরিয়ে বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের স্বপ্নের নায়িকাতে পরিণত হয়েছিলেন। কণ্ঠশিল্পী নচিকেতা জয় করে নিয়েছিলেন দুই বাংলার শ্রোতাদের মন।
দীর্ঘ ২৭ বছর পর এবার আসছে ছবিটির সিকুয়েল। এর নাম রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউজে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ সিনেমার শুটিং শুরু হচ্ছে। এমন তথ্যই নিশ্চিত করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।
ইমপ্রেসের সঙ্গে নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র। পরিচালনার দায়িত্বে আছেন কামরুজ্জামান। সিনেমাটি উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন নন্দিত নির্মাতা ছটকু আহমেদ।
এতে অজিত চরিত্রে অভিনয় করবেন সাদী খান ও দীপা নন্দীর চরিত্রে দেখা যাবে রাফিদাকে। দু’জনই সিনেমায় নতুন মুখ। এ ছাড়া সিনেমার আরও গুরুপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজুসহ অনেকেই।









