জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতে মঙ্গলবার দেশে ফিরেছে টাইগার অনূর্ধ্ব-১৯ দল। ঢাকায় যুবাদের ফুলেল স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব গেম ডেভেলপমেন্ট হাবিবুব বাশার। সিরিজটিতে অংশ নেয় স্বাগতিক জিম্বাবুয়ে, বাংলাদেশ ও সাউথ আফ্রিকা।
লাল-সবুজের যুবারা রোববারের ফাইনালে সাউথ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। ফাইনালে ম্যাচসেরা হন ১৮ বর্ষী মিডিয়াম-পেস অলরাউন্ডার রিজান হোসেন। ৯৫ রানের ইনিংস সাথে ৫ উইকেট নেন তিনি।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তোলে ২৬৯ রান। জবাবে সাউথ আফ্রিকার ইনিংস থেমেছে ২৩৬ রানে। লিগপর্বের শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০ রানের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তিন দলের মধ্যে ফাইনালের আগে সর্বোচ্চ ৫টিতে জয় পেয়েছিল লাল-সুবজের যুবা দল।
সিরিজের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল একে অপরের সাথে তিনটি করে ম্যাচ খেলেছে। ছয় ম্যাচের সাউথ আফ্রিকার বিপক্ষে শুধু লিগপর্বের একটিতে হারে বাংলাদেশ। যুবারা ফাইনালসহ চারবারের দেখায় সাউথ আফ্রিকাকে তিনবার হারায়।
যুবারা ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু করে ২৬ জুলাই প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১ উইকেটে হারিয়ে। মিশন শেষ হয় ১০ আগস্ট তাদেরই ফাইনালে হারিয়ে।
যুবা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন আজিজুল হাকিম। ৭ ম্যাচ খেলে তার রান ১৯৩। রিজান হোসেন করেন দ্বিতীয় সর্বোচ্চ। সমানসংখ্যক ম্যাচ খেলে তার রান ১৮২। তৃতীয় সর্বোচ্চ রান রিফাত বেগের। ৭ ম্যাচে তার রান ১৮১।
বোলারদের মধ্যে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি আল ফাহাদ। ৫ ম্যাচ খেলে ১৪ উইকেট তুলে নেন তিনি। ফাইনালের ম্যাচসেরা বাগিয়ে নেয়া রিজান হোসেন নেন দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট।









