ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। ফাইনালের পর দেখা যায় মোহামেডানের তারকা ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ দর্শকের দিকে তেড়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর কারণও জানা গেছে।
মিরপুরে যে দর্শকের দিকে মাহমুদউল্লাহ তেড়ে গিয়েছিলেন, তিনিই কারণ জানিয়েছেন। মোহাম্মদ নাদিম নামের ওই দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার দিকে তেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছেন। পাঠকদের উদ্দেশ্যে ওই দর্শকের পোস্ট হুবহু তুলে ধরা হল।
নাদিম লিখেছেন- ‘হ্যালো গাইজ, আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্ট টা হয়, সেটা আমার সাথে। কাহিনী টা খুলে বলি-
ম্যাচ শেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পিছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসে।
আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ‘ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ।’ এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, ‘শিপন ভাই, প্রতি বছর কি ভূয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়।’
এখানে ‘ভূয়া’ ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।
আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেসিলো। কিন্তু এ হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে। এখানে ক্যামেরা থাকলে পুরো ঘটনাটার রেকর্ড থাকার কথা।
ধন্যবাদ।’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর লড়াইটা ছিল অলিখিত ফাইনাল। যারা জিতবে তারা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। এমন ম্যাচে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে টানা ততৃীয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আবাহনী। প্রিমিয়ার লিগে এটি আবাহনীর ২৪তম শিরোপা। অন্যদিকে প্রতিযোগিতায় মোহামেডান শিরোপা জিতেছে ৯ বার।









