বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘গদর টু’। সানি দেওল এখন তাই নির্মাতাদের নজরে। এর মাঝেই আমির জানালেন সানিকে নিয়ে নতুন ছবির খবর।
‘লাহোর ১৯৪৭’ ছবির মূল চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। পরিচালনা করবেন রাজকুমার সন্তোষী। প্রযোজনার দায়িত্বে থাকছেন আমির।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক হিসেবে থেমে নেই আমির। আমির খান প্রোডাকশনের তরফ মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলা হয়, ‘আমি এবং আমির খান প্রোডাকশনের প্রত্যেক সদস্য দারুণ এক্সাইটেড। আমাদের আগামী ছবির নায়ক সানি দেওল, পরিচালনায় রাজ কুমার সন্তোষী। ছবির নাম ‘লাহোর ১৯৪৭’। ট্যালেন্টে ভরপুর সানির সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা। রাজকুমার সন্তোষী আমার প্রিয় পরিচালকদের অন্যতম। আমরা কথা দিচ্ছি, এই সফর শেষে দুর্দান্ত কিছু একটি উপহার দেব। আপনাদের সবার আর্শীবাদ চাই।’
আমিরের প্রযোজনায় সানিকে দেখা যাবে জানার পর ভক্তদের উত্তেজনা বেড়ে গেছে। তারা শুভকামনা জানিয়েছেন দুই তারকাকেই। অনেকেই বলেছেন আরেকটি ব্লকবাস্টার আসছে।
ছবির প্রেক্ষাপট নিয়ে কোনও তথ্য শেয়ার করেননি আমির। তবে শোনা যাচ্ছে খুশবন্ত সিং-এর উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’-এর উপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস









