২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সাধারণ দর্শক থেকে সিনেসমালোচকদের প্রশংসা পায় যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আদিম’। এরপর জুলাইয়ে বুয়েট ফিল্ম সোসাইটির উদ্যোগে আরও একবার মস্কোজয়ী এই বাংলা সিনেমাটি দেখার সুযোগ ঘটে ঢাকার দর্শকদের। মাস দুই পর আবারও ঢাকার দর্শকরা ‘আদিম’ দেখার সুযোগ পাচ্ছেন!
এবার সিনেমাটি দেখানোর উদ্যোগ নিয়েছে দৃক। রাজধানী ঢাকার পান্থপথে দৃক ভবনে আগামি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আদিম’ দেখানো হবে বলে জানা গেছে।
শুধু চলচ্চিত্র প্রদর্শনীই নয়, এদিন ‘ডিরেক্টরস টক’ নামে একটি ইভেন্টও রয়েছে বলে জানিয়েছে দৃক। যেখানে সিনেমা নিয়ে কৌতুহলী দর্শকের প্রশ্নের উত্তর দিতে উপস্থিত থাকবেন নির্মাতা যুবরাজ শামীম।
গণঅর্থায়নে নির্মিত টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ সিনেমার শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম।
ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।
৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়ে প্রশংসা কুড়ায় ‘আদিম’। এই ছবির জন্য ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ সহ ‘নেটপ্যাক সম্মাননা’ও জিতে নেন আদিম নির্মাতা যুবরাজ শামীম। চলতি বছরে আয়োজিত ৪৫তম মস্কোব চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়ে উৎসবে উপস্থিত ছিলেন এই নির্মাতা।







