ফেনীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে বন্ধুদের হাতে ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড ঘটেছে।
শনিবার ২২ জুন রাত সাড়ে ১০ টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রাণীরহাট বাজার সংলগ্ন আল আমিন একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ সুমন (২৩) পেশায় একজন রাজমিস্ত্রী। সে নোয়াখালী জেলার বাসিন্দা মোঃ আবুল বশরের ছেলে। সুমন তার পরিবারের সাথে কাজিরবাগ ইউনিয়নের অশ্বদীয়া গ্রামের রিপনের কলোনীতে ভাড়া বাসায় থাকতেন।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, রাতে হাসপাতালে এক যুবককে ছুরিকাঘাত অবস্থায় নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে তাকে আমরা মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠিয়েছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহম্মেদ সোহাগ বলেন, ছেলেটি রাজমিস্ত্রী কাজ করতো। ঘটনা শুনে আমরা হাসপাতালে এসেছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। আশা করি তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখব।









