শ্বশুড় বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পথে জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহিনুর রহমান (২৫) বগুড়ার মহাস্থানগড় নামাবাজার এলাকার মৃত ছানাউল্লা মানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বুধবার (৬ নভেম্বর) ভোরে জয়পুরহাট-মোকামতলা সড়কের কালাই উপজেলার পুনট বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের নিকট পাকা রাস্তার উপরে শাহীনুর রহমানের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার অদূরেই পড়েছিলো একটি মোটরসাইকেল। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের বোন সুমনা আক্তার বলেন, আমরা আট ভাই-বোন। শাহিনুর একমাত্র ভাই এবং সবার ছোট। সে গত বছর কালাই উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের আমলাপাড়ার জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করে। আজকে ভোরে শাহিনুর তার শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান নিহত হয়েছেন। ইতোমধ্যে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।









