মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার চন্দনতলা মহল্লায় সড়কের পাশে অজ্ঞাত এক যুবককে গলা কেটে হত্যা করে পাশের ডোবাতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
রোববার ৯ জুন দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে এই পথ ধরে হাঁটার সময় ডুবায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। তবে যুবকের পরিচয় মিলেনি এখনো।
মুন্সীগঞ্জের হাতিমারা সদরের পুলিশ ইনচার্জ মো: নীরু মিয়া জানান,খবর পেয়ে তারা ঘটনা স্থলে এসে পৌঁছেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং প্রকৃত ঘটনা উম্মোচনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।









