গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও মিডিয়া বিশেষজ্ঞ মীর মাসরুর জামান।
গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার রাজধানী ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে এই ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক অনুসন্ধানী সংবাদ ও সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। জাতীয় জীবনে সত্যের অনুসন্ধানী দৃষ্টি নিয়ামক ভূমিকা পালন করে বিধায় অনুসন্ধানী সাংবাদিকতাকে ফলপ্রসূ করতে আজকের এই কর্মশালা প্রেরণা সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মো. সোহেল পারভেজ-এর সঞ্চালনায় প্রধান আলোচক মীর মাসরুর জামান অনুসন্ধানী সাংবাদিকতার স্বরূপ, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও প্রতিপ্রন্ধকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালাটিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক তানজিম তামান্না।

অন্যদের মধ্যে আলোচনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক এবং পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ডঃ মোঃ মারুফ নাওয়াজ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার মোট ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।









