ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার পরিকল্পনার অভিযোগে ইউক্রেন থেকে রাশিয়ান পক্ষের একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি বছর জুনে বন্যা কবলিত মাইকোলাইভ সফরের আগে ওই নারী ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভ্রমণসূচী খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। পরিষেবাটি আরও জানায়, ইউক্রেনের বাসিন্দাদের অনেকেই রাশিয়াকে সমর্থন করছে এবং মস্কোর সামরিক বাহিনীকে তথ্য সরবরাহ করছে।
এসবিইউ তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত নারীকে রাশিয়ানদের কাছে গোয়েন্দা তথ্য দেওয়ার চেষ্টা করার সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ মাইকোলাইভ সফরের আগে জেলেনস্কির পরিকল্পনাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। রান্নাঘরে মুখোশধারী অফিসারদের সাথে অভিযুক্ত নারীর একটি ছবিও প্রকাশ করেছে এসবিইউ। তবে এতে প্রত্যেকের মুখ ঝাপসা করে দেওয়া হয়।
এসবিইউ এর অভিযোগ, রাশিয়া মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করছে এবং ওই নারী তাদের ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং গোলাবারুদসহ গুদামগুলোর অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করার চেষ্টা করছে যা রাশিয়ান সামরিক বাহিনী দ্বারা লক্ষ্যবস্তু হতে পারে। তবে গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
এসবিইউ এর মতে, সন্দেহভাজন নারী ওচাকিভ নামের একটি ছোট শহরে বাস করতেন। শহরটি প্রেসিডেন্ট জেলেনস্কি জুলাই মাসে পরিদর্শন করেছিলেন। দোষী সাব্যস্ত হলে, তিনি ১২ বছর পর্যন্ত কারাবাস ভোগ করতে পারেন।







