রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রুশ হামলার সময় বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি।
বিবিসি জানিয়েছে, ২৬ আগস্ট রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে যুদ্ধবিমানটির পাইলট ওলেক্সি মেস নিহত হয়েছেন বলে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী।
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, সরাসরি শত্রুর মিসাইল আক্রমণের কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়নি। তারা বলেছে, এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় বিমান আক্রমণে তিনটি ক্রুজ মিসাইল ও একটি ড্রোন ধ্বংস করেছেন এফ-১৬ যুদ্ধবিমানটির পাইলট।
সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া বিবৃতিতে ইউক্রেনীয় বিমানবাহিনী লিখেছে, ‘ওলেক্সি ইউক্রেনীয়দের ভয়াবহ রুশ মিসাইল থেকে রক্ষা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে, নিজের জীবনের বিনিময়ে।’
এ মাসের শুরুর দিকেই এফ-১৬ যুদ্ধবিমানের একটি চালান ইউক্রেনে এসে পৌঁছায়। বিমানগুলোর একটি এই প্রথমবারের মতো বিধ্বস্ত হল। গত ৪ আগস্ট জেলেনস্কি বলেছিলেন, এফ-১৬ চালানোর মতো প্রশিক্ষণপ্রাপ্ত পর্যাপ্ত পাইলট তাদের নেই।









