ভারতের দিল্লিতে ১টি রঙ কারখানায় বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১ জন স্থানীয় পুলিশসহ ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং আরও ২ জনের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ২৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় স্থানীয় দমকল বিভাগ। দমকলের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। চার ঘণ্টা পর মোট ২২টি ইউনিটের চেষ্টায় গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই কারখানার পাশে থাকা ২টি গোডাউন এবং একটি নেশামুক্ত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছে, মৃত ১১ জনই ওই রং কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ভেঙে পড়ে যায়, তাতেই ১১ জন মারা যান। তারপর কারখানায় আগুন লেগে তা ছড়িয়ে পড়লে তাদের দেহ পুড়ে যায়। দেহ শনাক্ত করার কাজ চলছে। তবে কেন বিস্ফোরণ হলো তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
আগুন লাগার আগে কারখানায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এবং কর্মকর্তারা সন্দেহ করছেন সেখানে মজুত রাসায়নিকের কারণে বিস্ফোরণ ঘটেছে।







