সম্প্রতি কেরানীগঞ্জে মাসব্যাপী একটি আবাসন মেলায় অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার একাধিক তারকা। সেখানেই আচমকা একমঞ্চে দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলি ও অভিনেতা মিশা সওদাগরের! সেখানে আরো ছিলেন অভিনেতা নাদের চৌধুরী।
প্রিয় তারকাদের এক নজর দেখতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন অসংখ্য দর্শক। পাশাপাশি এই মেলায় আয়োজন করা হয় পিঠা উৎসবও। সেখানে তারকা শিল্পীদের সঙ্গে দর্শকরাও অংশ নেন, উপভোগ করেন ঐতিহ্যবাহী এই মেলা।
অনুষ্ঠানে মিশা সওদাগর বলেন, কেরানীগঞ্জে দীর্ঘদিন পর সরাসরি দর্শকদের সঙ্গে দেখা করতে পেরে তার ভালো লেগেছে। পিঠা উৎসবও তিনি দারুণ উপভোগ করেছেন বলে জানান।
অন্যদিকে শবনম বুবলি গণমাধ্যমকে জানান, মিশা সওদাগর ও নাদের চৌধুরীকে একসঙ্গে পেয়ে তিনি আনন্দিত। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, দর্শকদের জন্যই তাদের কাজ, আর সরাসরি দর্শকদের কাছ থেকে উৎসাহ ও মতামত পাওয়া একজন শিল্পীর জন্য সৌভাগ্যের।
আয়োজক প্রতিষ্ঠান আবাসন মেলায় আগত দর্শকদের জন্য তারকা শিল্পীদের সঙ্গে অটোগ্রাফ নেওয়া ও ছবি তোলার বিশেষ ব্যবস্থাও রাখে, যা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।
আয়োজনটির সভাপতিত্ব করেন সোনার বাংলা আবাসিক প্রকল্প ও ইউরো বাংলা বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর ফাতেমা আনোয়ার আখি। তিনি জানান, মাসব্যাপী এই আবাসন মেলাটি জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।









