বন্যার্তদের সহায়তায় কার্যকর ভূমিকা রাখছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। টিএসসি, চারুকলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা রবীন্দ্র সরোবর- যেখানেই ত্রাণ সহায়তায় কনসার্ট হচ্ছে, দেখা মিলছে দলগুলোর।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল তেমনি এক কনসার্ট। যেখানে পারফর্ম করলো দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনসহ বেশ কয়েকটি গানের দল। এরমধ্যে আছে এভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, আপেক্ষিক, ওউন্ড, চান্দের গাড়ি, এ কে রাহুল, আর্ট অফ হ্যাভেন, প্রতিবিম্ব, এভার্স এবং শেফার্ডস।
বানভাসি মানুষের সহায়তার উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে ব্যান্ডগুলোর অংশ গ্রহণে এই চ্যারিটি কনসার্টটিকে বলা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সফল কনসার্ট। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন’- আয়োজিত ‘কনসার্ট ফর দ্য ফ্লাড ভিক্টিম’ থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা!
সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আয়োজকরা জানান, তাদের ক্যাম্পাসে এত সফল কনসার্ট ইতিপূর্বে কখনো হয়নি এবং এত বড় অংকের ফান্ডরেইজ তাদের আশাতীত সাফল্য। অন্যান্য পূর্ব ঘোষিত ত্রাণ সহায়তা ছাড়াও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করা মিউজিসিয়ানদের অনুরোধে মিউজিসিয়ানদের প্লাটফর্ম ‘গেট আপ স্ট্যান্ড আপ’ এর ত্রাণ তহবিলে চার লক্ষ টাকা অনুদান দিয়েছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন’।
বিবৃতিতে আরো জানানো হয়, টাকাটা সরাসরি ‘গেট আপ স্ট্যান্ড আপ’ এর সদস্যদের হাতে তুলে দেয় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন’। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন এর সেক্রেটারি মহিউদ্দিন আল আরাবী, অর্গানাইজিং সেক্রেটারি তাকরিম আহমেদ এবং প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি ইকবাল মাহমুদ।
‘গেট আপ স্ট্যান্ড আপ’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিরোনামহীন ব্যান্ডের দলনেতা এবং বেইজিস্ট জিয়াউর রহমান, আপেক্ষিক ব্যান্ডের ভোকালিস্ট তানজির শুদ্ধ, হেভি মেটাল টি-শার্ট এর স্বত্বাধিকারী জাভেদ হক এবং শিরোনামহীনের ম্যানেজার ইনফিতার দানিয়াল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন এর অফিসিয়াল ফেসবুক পেইজে বিস্তারিত তথ্য জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে।








