দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার নাম দেওয়া হয়েছে ‘আঁখি’। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে কয়েক দিন ধরে শুষ্ক থাকা দেশের আকাশ আবারও মেঘাচ্ছন্ন হতে পারে।
বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিবলয় বাংলাদেশের ওপর সক্রিয় থাকবে।
সংস্থাটি জানায়, ‘আঁখি’ একটি পূর্ণাঙ্গ ক্রান্তীয় বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টিপাত ঘটাতে পারে। বিশেষ করে দেশের মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, দীর্ঘ কয়েকদিনের বৃষ্টিহীনতা ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকার মানুষ। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে, যা গরমের তীব্রতা কিছুটা কমিয়ে আনবে।
সোমবার ২০ অক্টোবর সকালে প্রকাশিত অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য লঘুচাপটি বৃষ্টিবলয় ‘আঁখি’-এর কার্যকারিতা আরও বাড়িয়ে দিতে পারে।
অক্টোবরের শেষ সপ্তাহে এই বৃষ্টিবলয় সক্রিয় হলে দেশজুড়ে দীর্ঘস্থায়ী ও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, যা কৃষি খাতের জন্য সুফল বয়ে আনলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করতে পারে।









