আসছে শুক্রবার মঞ্চে আসছে কবি জীবনানন্দ দাশের সাহিত্য-জীবন-কর্ম অবলম্বনে রচিত নাটক ‘কমলা রঙের বোধ’। এদিন মহিলা সমিতিতে হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। আর এই নাটকটি মঞ্চে আনছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে থিয়েটার ফ্যাক্টরি জানায়, নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকৃতিকে উপজীব্য করে। এটি রচনা ও নির্দেশনার দায়িত্ব পালন করছেন অলোক বসু। তরুণ প্রজন্ম কবি জীবনানন্দ দাশকে কেমন করে দেখেন, সেই দেখাকে এ নাটকে মেলানো হয়েছে কবি জীবনানন্দ দাশের সময়ের সঙ্গে।
থিয়েটার ফ্যাক্টরি জানায়, শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় মহিলা সমিতি মিলনায়তনে হবে নাটক ‘কমলা রঙের বোধ’ এর উদ্বোধনী মঞ্চায়ন। ঠিক এর পরদিন শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে হবে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন। রবিবার (১১ মে) থাকছে ‘কমলা রঙের বোধ’-এর দুটি প্রদর্শনী। একটি বিকেল ৫টায়, এবং অন্যটি সন্ধ্যা সাড়ে ৭টায়।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় পতিত হন। নাটকের আখ্যান শুরু সেখান থেকেই। ২২ অক্টেবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি তাঁর চিন্তার জগতে মুখোমুখি হয়েছেন তাঁর জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার। তাঁর ‘লিটারারি নোটস’ (সাহিত্যের নোট)-এর মাধ্যমে আজকের জীবনানন্দ ও কাব্যপ্রেমী কতিপয় তরুণ উন্মোচন করেন জীবনানন্দ দাশকে।
নাটকের নামকরণ নিয়ে থিয়েটার ফ্যাক্টরি জানিয়েছে, জীবনানন্দ দাশের কবিতার মতো তাঁর চরিত্রে ছিল ‘কমলা রঙে’র মতো অনুজ্জ্বল অথচ প্রখর সংবেদনশীলতা। আর তাঁর সাহিত্যে-কবিতায় রয়েছে ‘বোধে’র দোলাচল। এই দুইয়ের মিলনে থিয়েটার ফ্যাক্টরির নির্মিতব্য নাটক ‘কমলা রঙের বোধ’, যেখানে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হবেন।









