কানাডায় অব্যাহত থাকা দাবানলের পরিমাণ ও ক্ষতিতে এ বছর রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।
দেশটির কুইবেক প্রদেশে এখনো ১শ’ ২০ টিরও বেশি এলাকায় আগুন জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ২৪ ঘণ্টার কৌশল নিয়ে কাজ করছে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীরা। কুইবেকের অগ্নিনির্বাপক সংস্থার ফিলিপ বার্গেরন জানিয়েছেন, তারা গত ৪৮ ঘণ্টার নিয়ন্ত্রণ কাজে সন্তুষ্ট।
গত সপ্তাহে কানাডার দাবানলের ধোঁয়ায় উত্তর আমেরিকার আকাশের একটি বিশাল অংশে ঢেকে যায়।








