চট্টগ্রামের হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপ করে পুলিশ ও সেনা সদস্যদের আহত করার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে ওই মামলা করে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তারেক আজিজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) ওসমান আলী নামে এক ব্যক্তির ইসকনবিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নগরীর হাজারী লেনে কয়েকশ মানুষের উপস্থিতিতে উত্তেজনা তৈরি হয়। সেখানে যৌথ বাহিনীর ছয়টি দল পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের ওপর চড়াও হয় জমায়েতকারীরা। এক পর্যায়ে যৌথবাহিনীর ওপর অতর্কিত হামলা এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। এতে সেনাবাহিনীর পাঁচজন ও নয় পুলিশ সদস্য আহত হয়।









