জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ, যারা বাংলাদেশের স্থপতি। তাদেরকে বাদ দিয়ে জাতির পিতা শুধু একজনকে ঘোষণা করা হয়েছে। একজন ব্যক্তিকে গত ৫৪ বছর ধরে পূজা করা হয়েছে। কিন্তু মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব কখনই মুজিব হতে পারতো না।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা শেষে দুপুরে স্থানীয় শহীদ মিনারে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন।
নাহিদ বলেন, যে ৬৯-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সেই গণঅভূথানের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন ভাসানী। তিনি দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন। আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের প্রাণ-প্রকৃতির এবং আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বের ভিত্তিতেই নতুন সমাজ ও নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। আমরা কোন একজন জাতির পিতা নন, দেশে কয়েকজন জাতির পিতা রয়েছেন। তার মধ্যে অন্যতম ভাসানী।
তিনি আরও বলেন, এখন বাংলাদেশে কৃষকরা ন্যায্য অধিকার পায় না। বীজ ও সারের দাম বেড়েছে। সরকার থেকে ভর্তুকি পাওয়া যায় না। আমরা কৃষকদের ন্যায্য অধিকার আদায় করবো।
নাহিদ আরও বলেন, রংপুরে যারা সাম্প্রাদায়িকতা ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য রাজনৈতিক ও লুটপাট করার। এটা শুরু করেছিল আওয়ামী লীগ। তারা সংখ্যালঘুদের জমি দখলসহ নানা লুটপাট কাজ করেছে। তাই রংপুরে যারা সাম্প্রাদায়িকতা ছড়াচ্ছে, তাদের বিচার করতে হবে এবং যে ধর্ম অবমাননা করেছে, তারও বিচার করতে হবে।
অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে পুলিশ ও প্রশাসনকে বলতে চাই যে, ২৪ পরবর্তী বাংলাদেশে প্রশাসন ও পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই। বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা অন্য দল, ব্যক্তির জন্য, গোষ্টির জন্য প্রশাসনকে আর ব্যবহার হতে দেখতে চাই না।
সারজিস বলেন, আমরা স্পষ্ট করে আর একটা কথা বলি যে, আগামীর বাংলাদেশেও কোন মিডিয়াকে কোন ব্যক্তি, গোষ্টি, দলের দালাল হিসেবে দেখতে চাই না। এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চাপিয়ে দেয়া না হয়।
তিনি আরও বলেন, একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার অপচেষ্টা করা হয়েছে। ২৪ পরবর্তী বাংলাদেশে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা হবে বাংলাদেশের। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজদের একটাই পরিচয় তারা চাঁদাবাজ।
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্মসদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন পদযাত্রায় অংশ নেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানীসহ অনেকে।
জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে টাঙ্গাইলে আজ জাতীয় নাগরিক পার্টি – এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।









