বাবা হতে যাচ্ছেন দেশের দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। খবরটি আগেই জেনেছেন এই তারকা নির্মাতার ভক্ত অনুরাগীরা। এবার এ নিয়ে জানালেন নিজস্ব অনুভূতির কথা।
মঙ্গলবার এই নির্মাতার বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অমি লিখেন ‘৯ বছর একসাথে’! ছবিটিতে রিয়েকশান দিয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। দেড় হাজারের মতো এসেছে মন্তব্য। বিবাহবার্ষিকীর অভিনন্দন জানানোর পাশাপাশি বেশীর ভাগ মন্তব্যকারী নতুন অতিথির জন্য শুভ কামনা জানাচ্ছেন।
কারণ অমি স্ত্রীর সাথে যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে স্ত্রীর বেবি বাম্প দেখা গেছে।
পরে বেবি হওয়ার অনুভূতি জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, “আলহামদুলিল্লাহ, একসাথে নয় বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনো আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই আমার সুস্থ সন্তান হোক। এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।”
প্রথম সন্তান হওয়ার অনুভূতি নিয়ে জানতে চাইলে অমি বলেন,“অনুভূতিটা একটু অন্যরকম। এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। সন্তান হওয়ার পর বুঝতে পারবো আসলে ফিলিংটা কেমন। এখন একটু অন্যরকম লাগছে, কারণ ওয়াইফকে তো কখনো এভাবে দেখিনি। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরী হচ্ছে।”
অমি পরিচালিত সবশেষ ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ঈদের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদুর রহমান পাভেল।









