সৃষ্টিশীল যাত্রার এক দশকে পা রাখলেন তরুণ শিল্পী, অভিনেতা ও ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট আবীর সাদাফ। এই বিশেষ মুহূর্তে তার ব্যান্ড ‘এক্সকেপ’ থেকে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত গান ‘একা’, যা প্রকাশিত হয়েছে ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
২০১৬ সালের জুলাইয়ে নিছক আগ্রহ থেকে ফটোগ্রাফির জগতে প্রবেশ করেন আবীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ওয়ারফেইজ ব্যান্ডের সাথে মঞ্চে ওঠার সেই মুহূর্তই হয়ে ওঠে আজীবনের সৃজনশীল যাত্রার সূচনা। এরপর তিনি ওয়ারফেইজ, শিরোনামহীন, এলআরবি, কিংবদন্তী আইয়ুব বাচ্চু এবং শাফিন আহমেদের সঙ্গে অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।
বহু বছর ধরে দেশের কিংবদন্তীদের পাশে থেকে কাজ করলেও সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পথটা তার জন্য সহজ ছিল না। আড়াই বছর ধরে আটকে থাকা গানগুলোর সংগ্রামের অবসান ঘটিয়ে অবশেষে গেল ২৮ আগস্ট মুক্তি পায় ‘একা’।
গানটি এক্সকেপের আসন্ন অ্যালবাম ‘লুকানো ভালোবাসার খোঁজে’-এর অংশ বলে জানান আবীর। গানটির সুর করেছেন গিটারিস্ট ও সংগীতশিল্পী জুলিয়াস রাসেল এবং মিক্স-মাস্টার করেছেন বে অব বেঙ্গল ব্যান্ডের প্রতিভাবান সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।
প্রকাশের পর গানটির আবেগঘন কোরাস-“তোমার দেওয়া ছলনা করেছে আমায় আজ একা…”— দ্রুতই শ্রোতাদের মন জয় করেছে এবং জায়গা করে নিয়েছে রিলস ও স্টোরিগুলোতে।
নিজের যাত্রা প্রসঙ্গে আবীর বলেন,“আমি আশীর্বাদপুষ্ট, কারণ যাদের একসময় আইডল ভেবেছি, তাদের সাথেই কাজ করার সুযোগ পেয়েছি। আইয়ুব বাচ্চু বস আর শাফিন আহমেদ ভাইকে হারানো আমাকে ভেঙে দিয়েছে, তবে সেটিই আমাকে শক্তি দিয়েছে সামনে এগুতে। আমার বাবা-মা, টিপু ভাই, জিয়া ভাই আর তাহসান ভাই— তাদের প্রতি আমি অন্তরের কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে আজকের আমি বানিয়েছেন।”
ফটোগ্রাফার থেকে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিস্ট, ম্যানেজার থেকে অভিনেতা— বহুমুখী প্রতিভার অধিকারী আবীর সাদাফ আজ দাঁড়িয়ে আছেন এক নতুন অধ্যায়ে। ‘একা’ গানটির মাধ্যমে তিনি শুধু এক্সকেপ ব্যান্ডের ফ্রন্টম্যান হিসেবেই নয়, বরং নিজের দীর্ঘ এক দশকের শিল্পযাত্রার এক আবেগঘন মাইলফলক স্পর্শ করলেন।










