চট্টগ্রামের ফৌজদারহাটে চলন্ত লরি উল্টে একটি প্রাইভেট কার চাপা পড়েছে। এতে প্রাইভেট কারে থাকা চার যাত্রীর সবাই প্রাণে বাঁচলেও চালক আহত হয়েছেন।
শনিবার (৫ আগস্ট) ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তিক রাহয়েছে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারে থাকা চার যাত্রীকে উদ্ধার করা হয়।
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা চার যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি জব্দ করা হয়েছে।







