রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন সড়কে গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অপর একজন আরোহী আহত হয়েছেন।
গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনায় ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সরকারি স্টিকার সংবলিত একটি গাড়ি উল্টো পথে আসলে মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। গুরুতর আহত হন মোটর সাইকেল চালক আবদুর রহমান।উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, এই ঘটনায় মামলা করেছেন ভুক্তভুগির পরিবার।








