বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্য ও ন্যায়ের পক্ষে যারাই কথা বলে তাদেরকেই বিএনপি’র দোসর বলে প্রচার করে আওয়ামী লীগ।
আজ বুধবার (৩১ জানুয়ারি) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
টিআইবি’র ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে রিজভী অভিযোগ করেন।
উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রিজভী বলেন, সরকার যাই বলুক না কেন, নেতাকর্মীদের উপজেলা নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই। আন্দোলনেই আগ্রহী তারা।







