Advertisements
একটি ভবনে বসবাস করেন ৯০টি পরিবার। তাদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠেছে বিশাল এক ছাদকৃষি। যেখান থেকে মিটছে ফুল, ফল আর সবজির চাহিদা। শুধু তাই নয়, সবুজের এই উদ্যোগটি এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত পারিবারিক মিলনকেন্দ্রে।








