চট্টগ্রামের রাউজানে আবারো মোহাম্মদ আলমগীর নামে এক যুবদলকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল রশিদের পাড়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি রাউজানের বিএনপির সাবেক সংসদসদস্য ও বিএনপির উত্তর জেলা আহবায়ক গোলাম আকবর খোন্দারের অনুসারী বলে জানা গেছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে সে দীর্ঘদিন জেলে ছিলেন। এলাকাবাসী জানান, কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেল নিয়ে এসে আলমগীর নামে একজনকে প্রকাশ্যে গুলি করে রাস্তায় ফেলে পরবর্তীতে গুলি ছুরতে ছুরতে চলে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে পুলিশ তা তদন্ত করছে।
গত ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাট বাজারে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক ডেইরী ফার্ম ব্যবসায়ীকে প্রকাশ্যে কারে গুলি করে হত্যা করা হয়। গত এক বছরে রাউজানে ১৪ জনের বেশি খুন হয়েছে।









