পদ্মা সেতুর পরিচালনা নিজেদের নিয়ন্ত্রণে আনতে কোম্পানি গঠন করা হচ্ছে। এজন্য ‘পদ্মা ব্রিজ অপারেশন এন্ড মেন্টেনেন্স কোম্পানি পিএসসি’ নামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার ১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, এই কোম্পানির মূলধন হবে এক হাজার কোটি টাকা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। বর্তমানে সেতু কর্তৃপক্ষের মাধ্যমে পদ্মাসেতুর সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।








