বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন
চাঁদপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর এলাকায় বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জেরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। ঘাতক বন্ধুকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এলাকাবাসী জানায়, সোমবার রাতে ব্রাজিল সমর্থক হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান আর্জেন্টিনা সমর্থক ফরিদ বেপারীর ছেলে বরকত বেপারীর সঙ্গে বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিত-ায় লিপ্ত হয়। এক পর্যায়ে বরকত বেপারী তার বন্ধু ব্রাজিল সমর্থক মেহেদী হাসানকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় মেহেদীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বরকতকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।