৩ জুন বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক রেবেকার (মূল নাম মনজন আরা বেগম) ১৮তম মৃত্যুবার্ষিকী। ঠিক এই বিশেষ দিনে এলো এক সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতির খবর—রেবেকার জীবন ও কাজ নিয়ে মেহজাদ গালিবের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।
উচ্ছ্বাস প্রকাশ করে মেহজাদ গালিব জানান, ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া’র উদ্যোগে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ নির্বাচিত হওয়ার খবরটি আমার জন্য বিশেষ। কেননা আমি নিজেও একজন চলচ্চিত্র আন্দোলন কর্মী।
খোঁজ নিয়ে জানা যায়, আগামি ৭ জুলাই থেকে কলকাতার নন্দনে ৮ম বারের মতো বসছে ‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভাল’, চলবে ১৩ জুলাই পর্যন্ত। যেখানে বিভিন্ন দেশের প্রায় ৭০টি সিনেমার সাথে দেখানো হবে মেহজাদ গালিবের ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’।

১৯৭০ সালে রেবেকা নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বিন্দু থেকে বৃত্ত’। যা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো নারীর পরিচালিত চলচ্চিত্র। দুর্ভাগ্যবশত ছবিটির একমাত্র প্রিন্টটি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ধ্বংস হয়ে যায়। সেই চলচ্চিত্র এবং রেবেকার জীবনকে কেন্দ্র করে মেহজাদ গালিবের এই স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র, যা ২০২০-২১ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত।
নির্মাতা বলেন, “রেবেকা কেবল একজন পরিচালকই ছিলেন না, ছিলেন একজন কবি, ভাস্কর, মুক্তিযোদ্ধা এবং এক সংগ্রামী মা। তাঁর জীবনের গল্প এক নিঃশব্দ বিপ্লবের আখ্যান। এই তথ্যচিত্রে আমি তাঁর শিল্পচেতনা, সংগ্রাম এবং বিস্মৃত ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি।”
তিনি জানান, তথ্যচিত্রে রয়েছে বিরল ও গুরুত্বপূর্ণ উপাদান— ‘বিন্দু থেকে বৃত্ত’ চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী আতিয়া চৌধুরী, যিনি প্রায় ৪০ বছর পর ক্যামেরার সামনে এসেছেন এই তথ্যচিত্রের মাধ্যমে। এ ছাড়া রেবেকা এবং তার একমাত্র মেয়ে মোনালিসা তুলির গাওয়া থেকে প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে পুনর্নির্মিত হয়েছে ছবিটির একটি গান।
জানা যায়, রেবেকা জীবদ্দশায় প্রচার থেকে অনেকটা দূরে ছিলেন। ঢাকার শাহীনবাগে নিজের হাতে তৈরি করেছিলেন একটি ছোট্ট বাড়ি—‘শেষের কবিতা’। তাঁর জীবন, কর্ম এবং আত্মত্যাগ আজও অনুপ্রেরণা হয়ে আছে অনেক নির্মাতার কাছে। রেবেকার মৃত্যুবার্ষিকীতে এই আন্তর্জাতিক স্বীকৃতি যেন এক গভীর শ্রদ্ধাঞ্জলির উপলক্ষ্য তৈরী করে দিলো। এমনটাই মনে করছেন মেহজাদ গালিব।

এরআগে দেশে একাধিক প্রদর্শনী হয়েছে রেবেকাকে নিয়ে মেহজাদ গালিবের ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ এর। বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম আয়োজিত ‘সমকালীন স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনী’ এবং চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্র উৎসব ২০২৩-এ প্রশংসিত হয় তথ্যচিত্রটি। এছাড়াও ‘লিবারেশন ডকফেস্ট’-এ ‘ন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে ‘জুরি স্পেশাল মেনশন’ অর্জন করে মেহজাদ গালিবের ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’।
মেহজাদ গালিব একজন চলচ্চিত্র আন্দোলনকর্মী, যিনি প্রায় তিন দশক ধরে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের কার্যনির্বাহী সদস্য। তার নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র ‘আরমেনিয়ান চার্চে একদিন’ প্রদর্শিত হয়েছে ঢাকা, লন্ডন ও ইতালির আন্তর্জাতিক উৎসবগুলোতে। এছাড়া ‘দুখাই’ চলচ্চিত্রে মোরশেদুল ইসলামের সহকারী এবং তারেক মাসুদ ও ক্যাথেরিন মাসুদের সঙ্গে সম্পাদনা সহযোগী হিসেবেও কাজ করেছেন।









