বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় কে-ড্রামা ‘স্কুইড গেম’ এর তৃতীয় ও শেষ সিজন সম্প্রচারিত হয়েছে গেল মাসের ২৭ তারিখে! পরিচালক হোয়াং ডং-হিউক নিশ্চিত করেছেন—এই মূল কাহিনির আর কোনো সিক্যুয়েল আসছে না।
তবে এখানেই থেমে থাকছেন না তিনি। ইঙ্গিত দিয়েছেন একটি ‘স্কুইড গেম ইউনিভার্স’ এর, যার পরবর্তী ধাপ হতে পারে আমেরিকান সংস্করণ। যার ইঙ্গিত আছে ‘স্কুইড গেম’-এর চূড়ান্ত সিজনের শেষ দৃশ্যে!
কারণ, নিউ ইয়র্কের রাস্তায় একটি সাধারণ মানুষের সঙ্গে দর্শকরা অস্কারজয়ী অভিনেত্রী ক্যাট ব্ল্যানচেটকে ‘ডাকজি’ খেলতে দেখেছেন! ঠিক যেভাবে দক্ষিণ কোরিয়ায় গং ইউ খেলেছিলেন খেলোয়াড় নিয়োগের সময়!
মূলত এই দৃশ্যই স্কুইড গেম-এর আমেরিকান সংস্করণ নিয়ে জল্পনা উস্কে দেয়। ১ জুলাই ভ্যানিটি ফেয়ার-এর এক বিশেষ সাক্ষাৎকারে স্কুইড গেম সিজন ৩–এর পরিচালক এবং কাস্টরা অংশ নেন। একটি মজার প্রশ্নোত্তর খেলায় পরিচালক হোয়াং ডং-হিউক জিজ্ঞেস করেন, “আমেরিকান ভার্সনে আমি কাকে কাস্ট করতে চাই?”
লি বিং-হুন উত্তর দেন অ্যাডাম স্যান্ডলার, কিন্তু ইম সি-ওয়ান একেবারে ঠিক নাম বলেন—“ডিক্যাপ্রিও!” পরিচালক জানান, “আমাদের মধ্যে অনেক গুজব চলছিল, লিও ক্যামিও করবেন কি না তা নিয়ে।”
তার মতে, “সে (ডিক্যাপ্রিও) এখন ‘হারিয়ে যাওয়া’ চরিত্রে দারুণ অভিনয় করে। যেমন গি-হুন ছিল, সেই ধরনের চরিত্রে ওকে মানাবে।” অর্থাৎ স্কুইড গেম-এর মূল চরিত্র ৪৫৬ নম্বর খেলোয়ার (অভিনেতা লি জাং-জে অভিনীত)–এর জন্য প্রথম থেকেই পরিচালকের পছন্দ ছিলেন লিওনার্ডো ডিক্যাপ্রিও।
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই এক্স (আগের টুইটার)-এ ঝড় তুলেছে ভক্তরা। অনেকেই বলছেন, “ডিক্যাপ্রিও স্কুইড গেমে দারুণভাবে মানিয়ে যাবে।” কেউ কেউ আবার পুরনো গুজব খুঁজে বের করে দেখাচ্ছেন—ডিক্যাপ্রিও ক্যামিও দিচ্ছেন এমন সম্ভাবনার কথা অনেক আগেই নাকি শোনা গিয়েছিল।
আসলে কি লিওনার্দোকে ‘স্কুইড গেম ইউনিভার্স’-এ দেখা যাবে? এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও পরিচালক যে ভেবেই রেখেছেন স্কুইড গেম এর একটি ‘আমেরিকা ভার্সন’ নির্মাণের, সেটা প্রায় নিশ্চিত; এবং তাতে লিওনার্ডো ডিক্যাপ্রিও থাকলে অবাক হওয়ার কিছুই থাকবে না। -কইমই









