যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যেসব ইসরায়েলিদের জিম্মি করেছে, তাদের মুক্তি দিলে আগামীকাল থেকে গাজায় যুদ্ধবিরতি সম্ভব।
টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার ১০ মে ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, হামাস যদি আজকে সব জিম্মিকে মুক্ত করে দেয়, তাহলে আগামীকাল থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। ইসরায়েলি কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি সম্পূর্ণ হামাসের উপর নির্ভর করছে। জিম্মিদের আজ ছেড়ে দিলে আগামীকাল থেকে যুদ্ধবিরতি সম্ভব।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহয় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে আপত্তি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই নিয়ে টানাপোড়েনের জেরে সম্প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহ পাঠানোয় স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একা যুদ্ধ করতে পারে। কারো সাহায্য ছাড়াই ইসরায়েল যুদ্ধে দাঁড়াবে। কিন্তু হামলা থামাবে না।
অন্যদিকে, শনিবার ১১ মে গাজার মধ্য রাফাহর বাসিন্দাদের উত্তর-পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জনকে। হামাসের অতর্কিত সেই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজারের কাছাকাছি মানুষ। গোটা গাজা উপত্যকা কার্যত পরিণত হয়েছে ধ্বংস্তূপে।









