খাবারের মেনুতে থাকা ছবির তুলনায় বাস্তবে পরিবেশন করা বার্গারের আকার ছোট হওয়ায় মামলার মুখোমুখি হতে যাচ্ছে জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘বার্গার কিং’।
বিবিসি জানিয়েছে, ফাস্টফুড চেইনটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বার্গারে একটি মাংসের প্যাটি এবং উপাদান ব্যবহার হয়েছে যা মেনু কার্ডে থাকা ছবিতে বানের ওপরে ওভারফ্লোসহ দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে।
আদালতে করা এ সংক্রান্ত অভিযোগ বাতিল করার দাবি জানিয়েছিল বার্গার কিং কর্তৃপক্ষ তবে আদালত বলেছে, এই অভিযোগ নিয়ে মামলা হওয়া উচিত। বিচারক বলেছেন, বার্গার কিংকে অবশ্যই মামলার মুখোমুখি হতে হবে কারণ তাদের হুপার বার্গারকে মেনুতে থাকা ছবির চেয়ে বাস্তবে অনেক ছোট দেখায়।
বার্গার কিংয়ের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলায় করা অভিযোগ বলা হয়েছে, ছবিতে তাদের হুপার বার্গারকে ৩৫ শতাংশ বড় করে দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে গ্রাহকদের কাছে যা পরিবেশন করা হয়েছিল তার তুলনায় দ্বিগুণেরও বেশি মাংস দেখানো হয় ছবিতে। যদিও বার্গার কিং এর আগে যুক্তি দিয়েছিল, ‘ঠিক ছবির মতো’ দেখতে বার্গার সরবরাহ করার প্রয়োজন নেই।
এই বিষয়ে বার্গার কিংয়ের একজন মুখপাত্র বলেছেন, আমাদের বিজ্ঞাপনে যে ফ্লেম-গ্রিল করা গরুর মাংসের প্যাটিগুলো দেখানো হয়েছে সেই একই রকম প্যাটি আমরা দেশব্যাপী অতিথিদের পরিবেশন করা লক্ষ লক্ষ হুপার স্যান্ডউইচগুলোতে ব্যবহার করি।
বার্গার কিং ছাড়াও যুক্তরাষ্ট্রে একই ধরণের ঝামেলায় পড়তে যাচ্ছে ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড এবং ওয়েন্ডিস।







