চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গভবনে ‘এক মহামান্যের গৌরবগাথা’ শুনতে একটি দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:04 am 23, April 2023
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাক্ষাৎকারের ভিত্তিতে চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করা হয়েছে ‘এক মহামান্যের গৌরবগাথা’ নামের একটি অনুষ্ঠান। আজ ২৩ এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে সেই অনুষ্ঠান।

প্রথম আলোতে প্রকাশিত এক লেখায় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এ তথ্য জানান।

শাইখ সিরাজ লিখেছেন, বঙ্গভবনে প্রথম যাওয়ার সুযোগ হয়েছিল আশির দশকের শেষ দিকে। তবে সেসময় রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছানো হয়নি। হুসেইন মুহম্মদ এরশাদ তখন রাষ্ট্রপতি। বঙ্গভবনই তখন রাষ্ট্রীয় ক্ষমতার মূল কেন্দ্র। আমার দূর-সম্পর্কের এক মামা ছিলেন বঙ্গভবনের উচ্চপদস্থ একজন কর্মকর্তা। গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। মনে পড়ে, বঙ্গভবনে ঢোকার অভিজ্ঞতার আনন্দই আমাকে অধীর করে রেখেছিল। বয়স তখন ছিল কম।

‌‘‘এরশাদের পর ক্ষমতার পালাবদলে বঙ্গভবন হয়ে উঠল রাষ্ট্রের সর্বোচ্চ আলংকারিক মর্যাদার প্রতীক। কখনো কাজের প্রয়োজনে, কখনোবা মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাওয়ার সুযোগ হয়েছে ফরিদুর রেজা সাগর (চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক) আর আমার। তবে সবচেয়ে বেশি সুযোগ হয়েছে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে যাওয়ার।

বিভিন্ন সময় মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকার সুযোগ পেয়েছি। মনে পড়ে, একবার এক কৃষকের অনুরোধে সূর্যপুরী আর হাঁড়িভাঙ্গা আমের চারা রোপণ করতে গিয়েছিলাম বঙ্গভবনে। আরেকবার রাষ্ট্রপতির সৌজন্যে আমাদের প্রযোজনা করা ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রের একটা বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছিল বঙ্গভবনে। সাগর আর আমি সপরিবার উপস্থিত ছিলাম উৎসবমুখর এক পরিবেশে।

এবার আমাদের বঙ্গভবনে যাওয়া হলো একেবারেই ভিন্ন এক উদ্দেশ্যে। চ্যানেল আইয়ের দর্শকদের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একান্ত সাক্ষাৎকার নেবে সাগর। অনুষ্ঠানটি নির্মাণের দায়িত্ব পড়েছে আমার ওপর।’’

প্রথম আলোতে প্রকাশিত লেখায় আরও বলা হয়, দেশের কুড়ি ও একুশতম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবন থেকে গত ১০ বছর বাংলাদেশ রাষ্ট্রের অভিভাবকত্ব করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গবন্ধুর হাত ধরে প্রত্যন্ত ভাটি অঞ্চলের মিঠামইন থেকে উঠে এসেছেন তিনি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য রাজনৈতিক সারথি হিসেবে সমাসীন হয়েছেন বঙ্গভবনে।

যে ব্যতিক্রমী জ্যোতিষ্কদের কিরণে বঙ্গভবন উজ্জ্বল, তাদের অন্যতম আবদুল হামিদ আর কদিন পরই রাষ্ট্রপতির আসন ছেড়ে বঙ্গভবন থেকে ফিরে যাবেন সাধারণ মানুষের সমাজে। তিনি আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রপতির আসনে উপবিষ্ট থাকা একজন। তার সারল্য, রসবোধ ও জনপ্রিয়তা বঙ্গভবনকে মানুষের কাছে এনেছে।

‘‘আমাদের নির্মাণদলের সঙ্গে সাগর আর আমি বঙ্গভবনে উপস্থিত হলাম। বঙ্গভবনে প্রবেশের জন্য আছে তিন ধরনের ভিজিটর (দর্শনার্থী) পাস। নীল রঙের সাদা ভিজিটর পাসে বঙ্গভবন চত্বর অব্দি যাওয়া যায়। সবুজ রঙের পাসে দরবার হল এলাকা পর্যন্ত যাওয়ার অনুমতি। রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে হলে লাগবে লাল রঙের পাস।

আমরা দরবার হলে পৌঁছালাম (গত শনিবার)। রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি কোথায় ধারণ করলে উত্তম হয়, বঙ্গভবনে আমরা তেমন একটি জায়গা খুঁজছি। আমরা এমন একটি জায়গা বের করতে চাইছিলাম, দর্শকেরা সচরাচর যা দেখতে পান না। জায়গাটিতে যেন আবার রাষ্ট্রপতির সুদীর্ঘ সময়ের স্মৃতি আর অভিব্যক্তির গভীরতাও প্রতিফলিত হয়। বেছে নেওয়া হলো দরবার হলের পাশে উত্তর প্লাজার দিঘল টানা বারান্দাটি। এর সবুজ ঘাসের বিশাল লন। ফুলের বাগান। বঙ্গভবনের মোগল স্থাপত্যের ইশারাও এখানে ধরা পড়ে।’’

শাইখ সিরাজ লিখেছেন, সাগর সাক্ষাৎকার শুরু করল। ধীরে ধীরে সাগর তার স্বতঃস্ফূর্ত ভঙ্গিমায় ধীরস্থির কণ্ঠে প্রশ্নের পর প্রশ্ন তুলে ধরতে লাগল রাষ্ট্রপতির সামনে। রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ সারল্য আর রসিকতায় বলে গেলেন তার জীবনের নানা অধ্যায়, বঙ্গভবনের বহু না বলা কথা। আমরা তন্ময় হয়ে শুনছিলাম সেসব গল্প। কখন যে সূর্য পশ্চিমে হেলে পড়ল। আমরা টের পেলাম আলো কমে আসার পর। এরই মধ্যে কত অপূর্ব কথা, কত আকর্ষণীয় গল্পই না উঠে এল।

‘রাষ্ট্রপতির কাছ থেকে যখন বিদায় নিয়ে ফিরছি, কেমন এক শূন্যতার অনুভূতি গ্রাস করল আমাকে। অনন্য মানুষটি এত দিন আলো করে রেখেছিলেন বঙ্গভবন। ২৪ এপ্রিল তিনি চলে যাবেন। যেসব গল্প এতক্ষণ তিনি আমাদের সঙ্গে করলেন, তার সব স্মৃতি রেখে যাবেন পেছনে। বঙ্গভবনে আরও অনেকেই আসবেন এবং যাবেন। আমরা দুই বন্ধু মিলে বিরল এক জ্যোতিষ্কের স্মৃতি ধরে রাখলাম’, লিখেছেন শাইখ সিরাজ।

ট্যাগ: আবদুল হামিদফরিদুর রেজা সাগরবঙ্গভবনমো.আবদুল হামিদরাষ্ট্রপতিহুসেইন মুহম্মদ এরশাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ককটেল ফাটাতে বাধা দেয়ায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

পরবর্তী

 বাস চাপায় পু‌লিশ ও দুদক কর্মকর্তা নিহত

পরবর্তী

 বাস চাপায় পু‌লিশ ও দুদক কর্মকর্তা নিহত

সুদানে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধার করেছে সৌদি আরব

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

January 22, 2026
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে: তারেক রহমান

January 22, 2026
ছবি: সংগৃহীত

‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

January 22, 2026

কুমিল্লায় নির্বাচনী প্রচারে বিএনপির ড. মোশাররফ ও জামায়াতের ড. তাহের

January 22, 2026

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৮৯১ জন কোটিপতি, ২৭ জন শতকোটির বেশি

January 22, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version