প্রায় ৩৪ লাখ টাকায় নিলামে বিক্রি হয়েছে নিউজিল্যান্ডের হুইয়া পাখির একটি পালক। কারণ এই পাখিটি বিলুপ্ত হয়ে গেছে। তাই এর পালক খুব বিরল ও মূল্যবান। এই পর্যন্ত নিলামে যত পাখির পালক বিক্রি হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে দামি।
বিবিসি জানিয়েছে, বিলুপ্ত নিউজিল্যান্ডের হুইয়া পাখির ওই পালকটি ২৮ হাজার ৪১৭ মার্কিন ডলার বা ৩৩ লাখ ৩১ হাজার ১২৫ টাকায় বিক্রি হওয়ার পর বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে ২০১০ সালে এই পাখিরই একটি পালক ৮ হাজার ৪০০ মার্কিন ডলারে বিক্রি হয় যা ছিল রেকর্ড।
নিউজিল্যান্ডের ওয়াটেলবার্ড প্রজাতির একটি পাখির নাম হুইয়া। এই পাখি বিলুপ্তির ইতিহাস দীর্ঘ। সর্বশেষ দেখা যায় ১৯০৭ সালে। ধারণা করা হয় ২০ এর দশক পর্যন্ত এই সুদর্শন পাখি জীবিত ছিল। চমৎকার গানের গলা ছিল হুইয়ার। যা মুগ্ধ করত পথচারীদের। পাখিটির গায়ের রং ছিল কালো, লম্বা লেজের শেষ অংশের সাদা ছোপ আকৃষ্ট করত সবাইকে।
নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের কাছে হুইয়া ছিল পবিত্র পাখি। তাদের গান ও কবিতায় বারবার এই পাখির প্রসঙ্গ উঠে এসেছে। মাওরি গোত্রপ্রধানেরা এই পাখির পালক পরতেন। নিউজিল্যান্ডে ইউরোপীয়রা যখন আসে তখনই হুইয়া পাখি বিরল ছিল। এর পালকের জন্য ইউরোপীয়দের আকাঙ্ক্ষা একে বিলুপ্তির পথে ঠেলে দেয়।









