জুলাই সনদ স্বাক্ষরসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেছেন।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় যমুনায় প্রবেশ করেন তারা। ঘণ্টাব্যাপী এ আলোচনা চলবে বলে জানা যায়।
এরপর সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।









