চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

২৫-২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে কনফারেন্সটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 23, অক্টোবর 2024
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

ঢাকায় আগামী ২৫-২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া: হোয়্যার ডু উই স্ট্যান্ড’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স। যেখানে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে। 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক এডমিনিস্ট্রেশন এবং আইওএম বাংলাদেশের যৌথ উদ্যোগে ঢাকার গুলশানে সিক্স সিজন্স হোটেলে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স উপলক্ষ্যে ডিআরউ-সাগর-রুনি মিলনায়তনে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর মধ্যে একটি। বিশ্বের ২৫% এর বেশি জনসংখ্যার আবাসন এই অঞ্চল।

তারা বলেন, অন্যান্য ভূখণ্ডের তুলনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা হলেও এখানকার বর্তমান প্রবৃদ্ধির হার মাত্র ৬% এর নিচে। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সত্ত্বেও বেশ কিছু কাঠামোগত সমস্যা নিয়ে জর্জরিত থাকায় এই অঞ্চলের প্রবৃদ্ধির বৃদ্ধির হার কম বলে ধারণা করা হয়। এই সমস্যা সমাধানে বিশ্লেষণ এবং সংলাপ অত্যন্ত প্রয়োজন।

তারা আরও বলেন, পাবলিক সেক্টর ডেভেলপমেন্ট এজেন্সিগুলোর পক্ষে এককভাবে এত বড় টেকসই উন্নয়ন এজেন্ডা পরিচালনা করা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায়ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সামগ্রিক ব্যবস্থার ওপর জোর দিয়েছে। শুধুমাত্র রাষ্ট্রীয় অংশীজন ও উন্নয়ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিখাতের অংশীদারিত্বের মাধ্যমেই এই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব। এই সংক্রান্ত বিশ্লেষণ এবং সংলাপের লক্ষ্যে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মিট দ্যা প্রেসে আয়োজকদের পক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক এডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আখলাক হক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসির প্রেসিডেন্ট ড. মো. শরিফুল আলম প্রমূখ বক্তব্য রাখেন এবং প্রশ্নের উত্তর দেন।

বক্তারা বলেন, এই কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা। সেই সাথে এই অঞ্চলের অগ্রগতির জন্য টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের এজেন্ডাকে এগিয়ে নিতে সহযোগিতা করা। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ন্যায্যতা নিশ্চিত করা এবং সামাজিক ন্যায়বিচারকে অগ্রাধিকার দেওয়া এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত করার ধারণাকে অন্তর্ভুক্ত করবে এই কনফারেন্স।

আলোচনার মাধ্যমে টেকসই উন্নয়ন এবং অন্যান্য বিষয় সম্পর্কিত বর্তমান অবস্থার একটি সাধারণ চিত্র পাওয়া যাবে এই কনফারেন্সে যা অ্যাডভোকেসি এবং গবেষণা সংস্থাগুলো তাদের কাজের জন্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হিসেবে ব্যবহার করতে পারবেন।

কনফারেন্সে বাংলাদেশসহ ১৫ টি দেশের এবং ৯০ টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ২৫০ জন একাডেমিক ও স্কলার অংশগ্রহণ করবেন এবং সাস্টেইনেবেল ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরবেন। জাতীয় পর্যায়ের গবেষকদের পাশাপাশি ৪০ জন বিদেশি বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত থাকবেন এ কনফারেন্সে।

এই কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান। ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর আনিস চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। কনফারেন্সে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মন্জরী কমিশনের চেয়ারপারসন প্রফেসর এসএমএ ফায়েজ।

উল্লেখ্য তিন দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে যে সকল বিষয়ে আলোচনা হবে তার মধ্যে অন্যতম হলো, ‘ইফেকটিভ ইন্সটিটিউশন এন্ড একাউন্টেবল গভার্নেন্স’, ‘ইকুয়ালিটি, ডাইভারসিটি, ইনক্লুশন এন্ড সোশ্যাল জাস্টিস’।বক্তারা সম্মিলিত প্রচেষ্টার এ উদ্যোগকে সফল করার জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করেন।

ট্যাগ: আন্তর্জাতিক কনফারেন্সদক্ষিণ এশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশতাকের বিশ্বাস, ২০০ রানের লিড পাবে বাংলাদেশ

পরবর্তী

ক্রাইম জনরার ফিল্মের মূল চরিত্রে প্যাটিনসন

পরবর্তী

ক্রাইম জনরার ফিল্মের মূল চরিত্রে প্যাটিনসন

বিজ্ঞাপন ও সৃজনশীল যোগাযোগে ১৬ পুরস্কার জিতল বিকাশ

সর্বশেষ

কৃষক-শ্রমিক ও বেকারদের জন্য কাজ করবে বিএনপি: তারেক রহমান

জানুয়ারি 23, 2026
ছবি: সংগৃহীত

ধর্মের নামে একটি দল মুনাফেকি করছে: মির্জা ফখরুল

জানুয়ারি 23, 2026
আজিজুর রহমান মুছাব্বির

মুছাব্বির হত্যায় ‘আরেক শ্যুটার’ গ্রেপ্তার

জানুয়ারি 23, 2026
ভাষানটেকে জনসমাগম, মঞ্চে তারেক রহমান। ছবি: সংগৃহীত

কৃষকদের বিশেষ কার্ড-তরুণদের কর্মসংস্থানে কাজ করবে বিএনপি: তারেক রহমান

জানুয়ারি 23, 2026
ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। ছবি: প্রতিনিধি

উত্তরবঙ্গকে কৃষি রাজধানীতে রূপান্তর করা হবে: জামায়াত আমীর

জানুয়ারি 23, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version