আজ সোমবার লেখক ও সমাজচিন্তক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন। দিনটিকে ঘিরে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নেন সর্বজনশ্রদ্ধেয় এই গুণী।
জন্মদিনে তাকে সম্মান জানিয়ে চ্যানেল আই-এর পর্দায় স্বাগত জানান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

চ্যানেল আইয়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘তারকা কথন’ এর বিশেষ পর্বে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে অভ্যর্থনা জানিয়ে বিশিষ্ট সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ৪০টি বইয়ের সংকলন তার হাতে তুলে দেওয়া হয়।
গণমাধ্যমকে জনগণের পক্ষে স্বাধীনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ইমিরেটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য ভালো দিকনির্দেশনা প্রয়োজন। তরুণদের আরো বেশি বই পড়ারও তাগিদ দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

বরেণ্য শিক্ষক, চিন্তাবিদ ও লেখক ইমিরেটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। জ্ঞানচর্চার প্রসার ও মানবিক সমাজবিনির্মাণে স্বপ্নবান এক মহান ব্যক্তিত্ব।









