র্যাগিংকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় সম্প্রতি ৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এই নিয়ে যাদবপুরকাণ্ডে মোট শিক্ষার্থী গ্রেপ্তারের সংখ্যা হল ৯ জন।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আজ (১৬ আগস্ট) বুধবার গ্রেপ্তারকৃত ৬ জনকে আদালতে নেয়া হবে এবং পুলিশ রিমান্ডের জন্য আবেদন করবে। গ্রেপ্তারকৃত মোট ৯ জনই ঘটনার সাথে জড়িত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
রাতভর অভিযান চালিয়ে ৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার সদস্যরা। এদের মধ্যে ৩ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং বাকিরা অধ্যয়নরত শিক্ষার্থী। ৬ জনের মধ্যে অসিত, সপ্তক এবং সুমন নামের গ্রেপ্তারকৃত ৩ জন শিক্ষার্থী ঘটনার পর থেকে পলাতক ছিলেন বলে জানা গেছে।
র্যাগিংকে কেন্দ্র করে গত (৯ আগস্ট) বুধবার রাতে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলের তিনতলা থেকে পড়ে স্বপ্নদীপ কুণ্ডু নামের প্রথম বর্ষের একজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।







