নির্বাচন ব্যবস্থা সংস্কারে মন্ত্রীপরিষদ বিভাগের প্রস্তাবিত ৯টি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছে। গত ১৯ মার্চ মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি ইসিতে পাঠানো হয়।
আজ (২৫ মার্চ) মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রীপরিষদ বিভাগের চিঠি পেয়েছি। প্রস্তাবগুলো যত দ্রুত সম্ভব পরীক্ষা করে মতামত দেওয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবগুলো দ্রুত পর্যালোচনা করে তাতে মতামত দেওয়া হবে। তবে ইসির নিজস্ব মতামত বা পাল্টা প্রস্তাবও থাকতে পারে বলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ইঙ্গিত দেন।
জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর মাসে ধার্য করা হয়েছে বলেই ইসি থেকে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আখতার আহমেদ জানান, নির্বাচনী প্রক্রিয়া যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।
মন্ত্রীপরিষদ বিভাগের প্রস্তাবগুলোর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে নির্বাচনী আইন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী আচরণবিধি ও প্রশাসনিক কাঠামো সংক্রান্ত সংস্কার বিষয়ে এতে সুপারিশ থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









