ইরানে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। এসময় গুলিতে আহত হয়েছেন আরও তিন পাকিস্তানি নাগরিক। তারা সবাই আট বছর যাবৎ ইরানে কাজ করছেন বলে জানা গেছে।
রোববার ২৮ জানুয়ারি পাকিস্তানের সাংবাদ মাধ্যম ডন’র এক প্রতিবেদনে বলা হয়, শনিবার পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সিস্তান-বেলুচিস্তান অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।
ইরানের মেহর বার্তা সংস্থা সূত্রে প্রতিবেদনে বলা হয়, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, আজ সকালে অপরিচিত তিনজন সশস্ত্র ব্যক্তি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের সিরকান পাড়ায় একটি বাড়িতে বিদেশি নাগরিকদের উপর হামলা চালায়। যেখানে ৯ জন পাকিস্তানি নিহত এবং আরও ৩ জন গুরুতর আহত হন।
এই ঘটনায় নিহত ব্যক্তিরা পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দা, বিশেষ করে মুলতান, মুজাফফরগড় এবং বাহাওয়ালপুর জেলা থেকে ইরানে কাজের সন্ধানে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি।
ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মতে, তিনজন সশস্ত্র লোক তাদের বাসভবনে প্রবেশ করার পরে বিদেশীদের লক্ষ্য করে গুলি করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ইরানি গণমাধ্যম জানায়, ঘটনাটি খুব ভোরে ঘটে এবং নিহতরা ঘুমন্ত অবস্থায় হামলার শিকার হন। আহতরা সবাই একাধিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। বাকি ৯ জন ঘটনাস্থলেই মারা যান।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই নৃশংস হামলার জন্য সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
মুমতাজ জাহরা বালোচ বলেন, ‘আমরা ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং অবিলম্বে ঘটনার তদন্ত করার জন্য আবেদন জানিয়েছি। এছাড়াও এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের বিচার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।’
তিনি এই ‘ভয়াবহ ও ঘৃণ্য’ হামলার নিন্দা জানিয়েছেন।







