মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে সমাবেশ মঞ্চ ভেঙে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনাটি ঘটে সান পেড্রো শহরে যেটি মন্টেরির খুব কাছেই অবস্থিত। এসময় প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। ঘটনার পর মায়েনেজকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। মায়েনেজ সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রার্থী এবং বর্তমানে জাতীয় নির্বাচনে তৃতীয় স্থানে রয়েছেন।
আলভারেজ মায়েনেজ সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্ট বলেন, আকস্মিক দমকা হাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। এতে তার দলের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, মঞ্চটি যখন ভেঙে পড়ে তখন বেশ কয়েকজন লোক সেখানে অবস্থান করছিলেন। এসময় মায়নেজকে তার সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়।
এদিকে রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া এলাকায় বজ্রপাত এবং প্রবল বাতাসের কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আপনারা বাইরে যাওয়া এড়িয়ে চলুন। আপনাদের সবাইকে পরবর্তী অবস্থা সম্পর্কে অতিবাহিত করা হবে।









