কক্সবাজার শহরে বাঁকখালী নদীর মোহনায় জেলের ছদ্মবেশে মাছ ধরার ট্রলার যোগে পাচারের সময় চার লাখ ৬০ হাজার ইয়াবাসহ নয়জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহরের নাজিরারটেক এলাকা সংলগ্ন বাঁকখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
আটকরা হল, কক্সবাজার পৌরসভার পেশকার পাড়ার মৃত কলিম উল্লাহ’র ছেলে আব্বাস উদ্দিন (৪৮), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লাহার পাড়ার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মো. নবী হোসেন (৩৮), একই এলাকার মৃত ছৈয়দ আহাম্মদের ছেলে জাফর আলম (৬৩), চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী এলাকার মৃত মোজাফ্ফর আহমদ ওরফে মোজাফ্ফর মাঝির ছেলে মো. আবু তাহের (৪২), ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার আব্দুল মতলবের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৫), চকরিয়ার ঘুনাখালী এলাকার মৃত গফুর গাজীর ছেলে আবুল কালাম ওরফে কালু (৭০), ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ফিরোজ (৩৮), ঈদগাঁও সদর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে মো. মোস্তাক আহাম্মদ (৪০) এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুপ্রাং এলাকার মৃত মোহাম্মদ মিরাজের ছেলে মো. সেলিম (৬৮)।
লে. কর্নেল কামরুল হাসান বলেন, সোমবার রাতে টেকনাফের সাগর উপকূল থেকে সাগরপথে মাছ ধরার ট্রলার যোগে জেলের ছদ্মবেশে কতিপয় মাদক কারবারি বড় একটি চালান নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর পায় র্যাব। এতে র্যাব সদস্যরা কক্সবাজার সাগর উপকূলের সন্দেহজনক বিভিন্ন পয়েন্টে নজরদারি অব্যাহত রাখে।
মঙ্গলবার সন্ধ্যার প্রথমদিকে শহরের নাজিরারটেক এলাকা সংলগ্ন বাঁকখালী নদীর মোহনায় সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায়। পরে র্যাব সদস্যরা নৌযান যোগে ট্রলারটি ঘিরে ফেলে।

“এতে ট্রলারটি জব্দ করে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি তেলের ড্রাম পাওয়া যায়। ড্রামগুলোতে কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৪ লাখ ৬০ হাজার ইয়াবা। অভিযানকালে ট্রলারে থাকা ৯ জনকে আটক করা হয়। “
র্যাবের এ কর্মকর্তা বলেন, “জব্দ করা ট্রলারটির মালিক মো. বোরহান উদ্দিন উদ্ধার হওয়ার মাদকের চালানটি পাচারের মূলহোতা। তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবাপাচারের সাথে জড়িত। “
আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, লে. কর্নেল কামরুল হাসান।









